নিজস্ব সংবাদদাতাঃ ফের সাহিত্য দুনিয়ায় শোকের ছায়া নেমে এল। নেপালের প্রবীণ ইতিহাসবিদ, শতাব্দী পুরুষ হিসাবে সম্মানিত, সত্য মোহন জোশী রবিবার সকালে মারা গেছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর এবং তার নিউমোনিয়া, ডেঙ্গু ও হার্টের সমস্যা ধরা পড়েছিল বলে জানা গিয়েছে। তিনি ছিলেন নেপালের সবচেয়ে বেশি দিন বেঁচে থাকা সাহিত্যিক। কেআইএসটি মেডিকেল কলেজ অ্যান্ড টিচিং হসপিটালের পরিচালক সুরজ বজরাচার্য জানান, জোশী রবিবার সকাল ৭টা ৯ মিনিটে মারা যান।