নিজস্ব সংবাদদাতাঃ অবিরাম বৃষ্টিতে জলমগ্ন হরিয়ানার একাধিক এলাকা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। অবিরাম বৃষ্টির পর গুরুগ্রামের বেশ কিছু অংশে তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। জল জমেছে নরসিংহপুরেও। এদিকে ভারী বৃষ্টির জেরে নয়ডায় বন্ধ স্কুল। নয়ডায় ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে, শুক্রবার শহরের প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সমস্ত সরকারী ও বেসরকারী স্কুল বন্ধ থাকবে বলে জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট সুহাস এল যথরাজ।