ইউক্রেনের 'ভয়াবহ পরিস্থিতি' নিয়ে দুঃখ প্রকাশ করলেন পোপ ফ্রান্সিস

author-image
Harmeet
New Update
ইউক্রেনের 'ভয়াবহ পরিস্থিতি' নিয়ে দুঃখ প্রকাশ করলেন পোপ ফ্রান্সিস

নিজস্ব সংবাদদাতাঃ  পোপ ফ্রান্সিস বুধবার সকালে বিধ্বস্ত ইউক্রেনের ভয়ানক পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেন। সেন্ট পিটার্স স্কোয়ারে তার সাধারণ শ্রোতাদের শেষে বক্তব্য রাখতে গিয়ে পোপ ইউক্রেন সফররত ভ্যাটিকানের ত্রাণ দূত কার্ডিনাল কনরাড ক্রাইডেস্কির সাথে একটি কথোপকথনের কথা উল্লেখ করেন। সেখানে তিনি মানুষের দুঃখ-কষ্ট, বর্বরতা, দানবীয়তা, নির্যাতিত মৃতদেহের কথা বলেন, যা তারা খুঁজে পায়। এর আগে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে মুখ খুলেছেন পোপ। এ মাসের শুরুর দিকে তিনি কাজাখস্তানে তিন দিনের সফরে 'অর্থহীন ও দুঃখজনক যুদ্ধের' নিন্দা জানান। তিনি রাজধানী নুর-সুলতানে রাজনৈতিক নেতাদের উদ্দেশে দেওয়া এক ভাষণে বলেন, "যারা শান্তির জন্য চিৎকার করে। আমি তাদের সকলের আহ্বানের প্রতিধ্বনি করতে এসেছি।"