নিজস্ব সংবাদদাতাঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র মহাপরিচালক বলেন, করোনা মহামারির ইতি টানতে বিশ্ব এর চেয়ে ভালো অবস্থানে আর কখনো ছিল না। করোনার শেষ দেখা যাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেন টেড্রোস আডানোম গেব্রিয়াসিস। বিশ্বজুড়ে করোনাভাইরাসের দাপটে এখন পর্যন্ত প্রায় ৬৫ লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে গেব্রিয়াসিস আরও বলেন, ‘আমরা এখনও সেখানে নেই, তবে শেষ দেখতে পারছি।’
দুনিয়াজুড়ে ভাইরাস ছড়িয়ে পড়লে ২০২০ সালের জানুয়ারিতে বৈশ্বিক জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে এখন পরিস্থিতি আগের চেয়ে ভালো অবস্থানে গেলেও বুধবার দেশগুলোকে সতর্কতা বজায় রাখার আহ্বান জানিয়ে মহামারিকে একটি ম্যারাথন দৌঁড়ের সঙ্গে তুলনা করেছেন ডব্লিউএইচও'র প্রধান। তিনি বলেন ‘আমরা যেন শেষ দাগ অতিক্রম করতে পারি তা নিশ্চিতের পাশাপাশি কঠোর পরিশ্রমের সফলতা পেতে এখন আরও জোরে দৌঁড়াবার সময়।’