নিজস্ব সংবাদদাতাঃ গণতন্ত্রের দেশ নয়। রাজতন্ত্রের দেশ। সেখানে সিংহাসনের উত্তরাধিকারীই শেষ কথা। সিংহাসনের উত্তরাধিকারী বদল হলে তাই বদলে যায় দেশের নিয়মকানুনও। বৃহস্পতিবার বিকেলে স্কটিশ বালমোরাল প্যালেসে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর ঘোষণার সঙ্গে সঙ্গেই সেই পালাবদলের গল্পেরও শুরু। বদলে যাবে দেশের কারেন্সি অর্থাৎ ব্যাংক নোট। রানির ছবি-সহ যত নোট রয়েছে বাজারে তা পাল্টে ফেলতে হবে। দ্য ব্যাংক অফ ইংল্যান্ড জানিয়েছে, যাঁদের কাছে রানির ছবি-সহ যত কারেন্সি রয়েছে তা জমা দিয়ে বদলি নোট পেতে পারবেন নোটের মালিকরা। প্রায় আট হাজার কোটি ব্রিটিশ পাউন্ড মূল্যের কমপক্ষে ৪৫০ কোটি এমন নোট বাজারে রয়েছে যেখানে রয়েছে রানির ছবি। যার সবকটিকেই নষ্ট করে ফেলতে হবে নিয়ম অনুযায়ী।