নিজস্ব সংবাদদাতা: মুহূর্তে ভাগ্য বদলাবে এই বৃষ, সিংহ ও কন্যা রাশির-
বৃষ: বৃষ রাশির জাতক জাতিকারা সন্ন্যাস যোগের ফলে একাধিক দিক থেকে লাভের মুখ দেখতে চলেছেন। এই সময় তাঁদের সম্মান বাড়বে। বাড়বে সুখ সুবিধা। সম্পর্কে আসবে ইতিবাচক বদল। পারিবারিক জীবনে আসবে আনন্দ।
/anm-bengali/media/post_banners/ETXsyiY7ZKDZrvk3rziH.jpg)
সিংহ: আসন্ন সন্ন্যাস যোগের ফলে চাকরিরতদের বিপুল উন্নতির সুযোগ আসতে চলেছে। রোজগারের নতুন নতুন রাস্তা খুলে যাবে। তবে কাজের দায়িত্ব বাড়লে তাতে ঝগড়া হয়ে যেতে পারে।
কন্যা: সন্ন্যাস যোগের ফলে অত্যধিক লাভ হতে পারে। এই সময় মান সম্মান ও প্রতিষ্ঠা বাড়তে থাকবে। আচমকা হাতে টাকা পয়সা আসতে থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি করতে পারেন।