দাবদাহ থেকে স্বস্তি, আজ থেকে আবহাওয়া বদলে যেতে চলেছে; এই রাজ্যগুলিতে ঝড় ও বৃষ্টি শুরু
কংসাবতীর পথে ৩০-৩৫ টি হাতির দল—চাঁদড়ায় ফের বুনো হাতির তাণ্ডব
আজ রাজ্যজুড়ে 'হিন্দু শহিদ দিবস'—ওয়াকফ হিংসার প্রতিবাদে পথে বিজেপি
ওয়াকফ ইস্যুতে উত্তাল বাংলার একাধিক জেলা— আজ সুপ্রিম কোর্টে মুখোমুখি লড়াই
এদান কোথায়? হামাসের দাবি ঘিরে তীব্র রহস্য
ভবিষ্যতের জন্য প্রস্তুতি : ইইউকে গড়ে তুলতে প্রেসিডেন্টের তিন দফা বার্তা
প্রেম, পরিবার না কর্মক্ষেত্র—আজ কোথায় বেশি মনোযোগ দেবেন? দেখে নিন মকর, কুম্ভ ও মীনের রাশিফল
আজ তুলা, বৃশ্চিক ও ধনুর রাশির জীবনে আসছে কোন চমক? দেখে নিন রাশিফল
বৈশাখ পড়তেই বৃষ্টির চমক! দক্ষিণবঙ্গে ঝড়-শিলাবৃষ্টিতে ভিজবে বাংলা, জানুন আজকের আবহাওয়া

শিক্ষক দিবসে স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান

author-image
Harmeet
New Update
শিক্ষক দিবসে স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি, অন্ডাল : ৫ সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। দেশজুড়ে এই দিনটি পালিত হয় শিক্ষক দিবস হিসাবে। করোনা অতিমারির কারণে গত দু'বছর শিক্ষক দিবসে হয়নি কোনও অনুষ্ঠান। বিধি নিষেধ উঠে যাওয়ায় এবার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সাড়ম্বরে খনি অঞ্চলের সরকারি বেসরকারি প্রতিটি বিদ্যালয়ে পালিত হল শিক্ষক দিবস। এদিন অন্ডালের উখড়া পিজি বালিকা বিদ্যামন্দিরের ছাত্রীদের উদ্যোগে শিক্ষক দিবস অনুষ্ঠান আয়োজিত হয়। ছিল নাচ, গান, আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান । অনুষ্ঠানে অংশ নিয়েছিল স্কুলের ছাত্রী-রা।

 স্কুলের প্রধান শিক্ষিকা ঈপ্সিতা দে জানান, 'দু'বছর পর শিক্ষক দিবস অনুষ্ঠান হচ্ছে । স্বাভাবিকভাবেই শিক্ষিকা ও ছাত্রীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে অনুষ্ঠান ঘিরে । এদিন স্কুলের সমস্ত ছাত্রীদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয় শিক্ষিকাদের পক্ষ থেকে ।' অনুষ্ঠান শেষে দুপুরে পাত পেরে একসাথে মধ্যাহ্ন ভোজন করেন শিক্ষিকা ও ছাত্রী-রা । অন্যদিকে অন্ডাল, পাণ্ডবেশ্বর, লাউদোহা সহ খনি অঞ্চলের সমস্ত বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এদিন শিক্ষক দিবস পালন করা হয় ।