নিজস্ব সংবাদদাতা : বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে আক্রমণ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। তিনি বলেন,'খাদ্য আইটেমের উপর জিএসটি দরকার ছিল না যদি বিজেপি অন্যান্য দলের সরকার পতনের জন্য ৬৩০০ কোটি টাকা ব্যয় না করত।' কেজরির অভিযোগ, দই, বাটারমিল্ক, মধু, গম, চাল ইত্যাদির উপর যে জিএসটি আরোপ করা হয়েছে, তা কেন্দ্রীয় সরকারের ঝুলিতে বার্ষিক ৭৫০০ কোটি টাকা নিয়ে আসবে। এখনো পর্যন্ত তারা ৬৩০০ কোটি টাকা সরকার পতনের জন্য খরচ করেছে। যদি এই সরকারগুলি পতন না করত, তাহলে গম, চাল, বাটারমিল্ক ইত্যাদির উপর জিএসটি আরোপ করা হত না। জনগণকে মুদ্রাস্ফীতির সম্মুখীন হতে হতো না।