নিজস্ব সংবাদদাতা : আজকের রাশিফলে বিশেষ দিক নির্দেশনা। জেনে নিন কোন রাশির জন্য দিন শুভ, আর কারা থাকবেন সতর্ক।
/anm-bengali/media/post_banners/RnBARkrqXVGgVPOUYgCK.jpg)
মকর:
আজ দিনটি আপনার জন্য ইতিবাচক। সৃজনশীল কাজে মন বসবে। পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। নতুন কিছু শিখতে আগ্রহ জাগতে পারে। তবে খরচের দিকে একটু নজর রাখুন।
/anm-bengali/media/post_banners/JfzeN6NYnznCN8K1KPZB.jpg)
কুম্ভ:
কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পরিবারে কারও সঙ্গে মতভেদ দেখা দিতে পারে, সংযমী আচরণই শান্তি আনবে। পুরনো বন্ধু বা পরিচিত কারও সঙ্গে যোগাযোগ হতে পারে।?
/anm-bengali/media/post_banners/ckLElUjpKx0GZA5UUJMK.jpg)
মীন:
আজ আপনার মনের জোর অনেক বেশি থাকবে। যেকোনো কাজে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান। ব্যবসায়িক লাভের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে একটু মতবিরোধ হলেও তা সহজেই মিটে যাবে। নতুন সুযোগ পেতে পারেন।