নিজস্ব সংবাদদাতা : গত কয়েকদিনের ঝড়-বৃষ্টির পর রাজ্য জুড়ে তাপমাত্রা খানিকটা কমেছিল, আর আবহাওয়াও হয়ে উঠেছিল মনোরম। তবে স্বস্তির সেই দিন ফুরাতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ফের এক ধাক্কায় ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। এর ফলে ফের গরমের প্রকোপে ভুগতে হতে পারে সাধারণ মানুষকে।
/anm-bengali/media/media_files/HfG4Atwcm4xt8LQvrNSi.jpeg)
কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে মঙ্গলবার সকাল থেকেই আকাশ থাকবে পরিষ্কার। রোদের তেজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও চড়বে। সপ্তাহের শেষে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪১ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে। সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। এখনই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদেরা।
/anm-bengali/media/post_banners/qTtU7OMi2G4T69XFc3yO.jpg)
অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়া দক্ষিণবঙ্গ থেকে আলাদা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। যদিও আগামী সপ্তাহ থেকে উত্তরবঙ্গেও ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়েছেন আবহাওয়াবিদেরা। এই অবস্থায় দক্ষিণবঙ্গবাসীদের গরম থেকে সাময়িক স্বস্তি নাও মিলতে পারে, তাই প্রস্তুত থাকাই ভালো।