চার দিন আগে সন্তান প্রসব করা এক মহিলাকেও ঘর ছাড়তে হয়েছে ! মুর্শিদাবাদ হিংসার ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন এনসিডব্লিউ (NCW) প্রধান বিজয়া রাহাতকর
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কি বললেন?
মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশকে মুর্শিদাবাদে রপ্তানি করছেন- মমতার বিরুদ্ধে এবার মুখ খুললেন বাংলারই নেতা- শোরগোল
মুর্শিদাবাদ ও মালদা সহিংসতার শিকারদের সাথে দেখা করার বিষয়ে, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকর কি বললেন?
দিনহাটায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল
যোগী আদিত্যনাথ কি বলেন?
জম্মু ও কাশ্মীরে ভূমিধসে মৃত তিন
দেশবাসীকে ইস্টারের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর কী লিখছেন নরেন্দ্র মোদী?
হাওড়ায় বন্ধ লঞ্চ পরিষেবা

সলমন রুশদির উপর হামলা হতেই বড় আশঙ্কা জানিয়ে টুইট তসলিমার

author-image
Harmeet
New Update
সলমন রুশদির উপর হামলা হতেই বড় আশঙ্কা জানিয়ে টুইট তসলিমার

নিজস্ব সংবাদদাতাঃ সলমন রুশদির আক্রান্ত হওয়ার খবরে দুঃখপ্রকাশ করে টুইট করেন তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন টুইট করে জানিয়েছেন, 'সলমন রুশদির আক্রান্ত-র খবরে তিনি খুবই শকড। তার কথায়, আমি কখনই ভাবিনি এমনটা হবে।' এরপরেই তিনি একটি বড় আশঙ্কার কথা জানিয়েছেন।  


'এমন হামলা হবে, কখনই ভাবিনি' বলে টুইটে তসলিমা নাসরিন আরও বলেন, 'সলমন রুশদি পশ্চিমি এলাকায় বসবাস করেন এবং ১৯৮৯ থেকে তিনি সুরক্ষিত। যদি তাঁর উপর হামলা হয়, তাহলে তো ইসলামের সঙ্গে যার সম্পর্ক একটু জটিল, তার উপরও হামলা হতে পারে। আমি চিন্তায় রয়েছি।'