দিনহাটায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল

ঘটনায় ক্ষোভপ্রকাশ তৃণমূল নেত্রী মৌমিতা ভট্টাচার্যের।

author-image
Jaita Chowdhury
New Update
Tmc

নিজস্ব সংবাদদাতা: দিনহাটায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। যুব সম্মেলনে আসন ফাঁকা, শহর তৃণমূল নেত্রীর নিশানায় এলাকারই যুব নেতারা। বৈঠকে যুব নেতাদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূল নেত্রী মৌমিতা ভট্টাচার্যের। 'শিবপুজোয় পাঞ্জাবি বিলিতে থাকেন যুব নেতারা, মিটিং-মিছিলে আসেন না। বছরে একবার যুব নেতারা মিটিংয়ে অংশ নিলে ভাল লাগবে।

TMC hj1.jpg

মিটিংয়ে সকলকে ডাকা হয়নি,' পাল্টা দাবি জেলা যুব তৃণমূল সভাপতির।