নিজস্ব সংবাদদাতা: রবিবার জম্মু ও কাশ্মীরের রামবান জেলার সেরি বাগনা এলাকার কাছে ভাগনা গ্রামে ভারী বৃষ্টিপাতের পর ভূমিধসের ঘটনা। জানা গিয়েছে, ভূমিধসের জন্য প্রাণ হারিয়েছেন ৩ জন। ভারী বৃষ্টিপাতের পর ভূমিধসের কারণে বর্তমানে ৪৪ নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচলও বন্ধ রাখা হয়েছে।
/anm-bengali/media/post_banners/1FBHc8YyI3jkll2nVXaX.jpg)