নিজস্ব সংবাদদাতা, অন্ডাল: সরকারি বিধি-নিষেধের পরেও ৭৫ মাইক্রনের নিচের প্লাস্টিকের ব্যবহার বন্ধ হচ্ছে না । এই অভিযোগ উঠছে অন্ডাল ব্লকের প্রায় সর্বত্র । তাই ক্রেতা, বিক্রেতাকে সচেতন করতে বুধবার উখড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটি সচেতনতা মিছিল বের করা হয় । মিছিলে পা মেলান পঞ্চায়েতের প্রধান রিতা ঘোষ, উপপ্রধান রাজু মুখোপাধ্যায় সহ পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত কর্মীরা ।
উপপ্রধান রাজু মুখোপাধ্যায় জানান, '১-লা জুলাই নিষেধাজ্ঞা জারি হয়েছে, তা সত্ত্বেও এলাকায় নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার হচ্ছে বলে অভিযোগ আসছে । তাই এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন করতে এদিন পঞ্চায়েতের পক্ষ থেকে সচেতনতা মিছিল করা হয় ।' অন্যদিকে, পঞ্চায়েত প্রধান রিতা ঘোষ জানান, 'এরপরও কাজ না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ক্রেতা ও বিক্রেতা উভয়ের বিরুদ্ধে ।'