নিজস্ব সংবাদদাতাঃ জল্পনা বেশ কিছুদিন ধরেই চলছিল। এবার সেই জল্পনাই যেন বাস্তবে পরিণত হচ্ছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিচ্ছেন বরিস জনসন। আজই ইস্তফা দিতে পারেন বরিস জনসন। প্রসঙ্গত এর আগেই বরিসের মন্ত্রিসভা থেকে ৪০ জন মন্ত্রী ইস্তফা দিয়েছেন। ফলে দিন যত এগোচ্ছিল বরিস জনসন ইস্তফা দিতে পারেন, এমন ধারনা স্পষ্ট হচ্ছিল। এবার সেই জল্পনাই বাস্তবে পরিণত হচ্ছে। তবে বরিস জনসনের জায়গায় ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, সে বিষয়ে এখনও সুস্পষ্ট খবর মেলেনি।