নিজস্ব সংবাদদাতাঃ মিতালি দোরাই রাজ হলেন একজন ভারতীয় ক্রিকেটার। তিনি ভারতীয় মহিলা জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও ওডিআই অধিনায়ক। তিনি একজন ডান-হাতি আপার মিডল-অর্ডার ব্যাটসম্যান এবং ডানহাতি লেগ ব্রেক বোলার। মিতালী রাজ মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী এবং তাকে সর্বকালের অন্যতম সেরা মহিলা ক্রিকেটার হিসাবে বিবেচনা করা হয়। আন্তর্জাতিক ক্রিকেটে তার অসংখ্য রেকর্ড রয়েছে। তিনিই একমাত্র মহিলা ক্রিকেটার যিনি মহিলাদের একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৭,০০০ রানের মাইলফলক অতিক্রম করেছেন। তিনিই প্রথম খেলোয়াড় যিনি ওডিআইয়ে পরপর সাতটি ৫০ রান করেছেন। এছাড়াও ডব্লিউওডিআই-তে সবচেয়ে বেশি অর্ধ-শতকের রেকর্ড রয়েছে রাজের। ২০১৮ সালের জুন মাসে মহিলা টুয়েন্টি২০ এশিয়া কাপের সময়, তিনি ভারতের প্রথম খেলোয়াড় (পুরুষ বা মহিলা) হিসেবে টি-টোয়েন্টিতে ২০০০ রান করেছিলেন এবং প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ২০০০ রান করেছিলেন।
২০০৫ সালে তিনি ভারতীয় মহিলা ক্রিকেট টিমের অধিনায়কের দায়িত্ব সামলান। মিতালী একমাত্র মহিলা খেলোয়াড় যিনি একাধিক আইসিসি ওডিআই বিশ্বকাপ ফাইনালে ভারতের অধিনায়কত্ব করেছেন। ২০০৫ এবং ২০১৭ সালে অধিনায়কের দায়িত্ব পালন করেন তিনি।
১ ফেব্রুয়ারি, ২০১৯ তারিখে, নিউজিল্যান্ড মহিলাদের বিরুদ্ধে ভারতের সিরিজ চলাকালীন, রাজ প্রথম মহিলা হিসেবে ২০০ টি ওডিআই ম্যাচ খেলেন। ২০১৯ সালের সেপ্টেম্বরে ওডিআই ক্রিকেটে মনোনিবেশ করার জন্য তিনি টি-টোয়েন্টি থেকে অবসরের কথা ঘোষণা করেন। ২০১৯ সালে তিনি প্রথম নারী হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০ বছর পূর্ণ করেন।
তিনি ২০১৭ সালে উইজডেন লিডিং ওম্যান ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড, ২০০৩ সালে অর্জুন পুরস্কার, ২০১৫ সালে পদ্মশ্রী এবং ২০২১ সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন সহ বেশ কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক পুরষ্কারে পুরস্কৃত হন।
২০২১ সালের জুলাই মাসে, ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওডিআই ম্যাচে, রাজ মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে শীর্ষস্থানীয় রান স্কোরার হয়েছিলেন। তিনি শার্লট এডওয়ার্ডসের পূর্ববর্তী ১০,২৭৩ রানের রেকর্ড অতিক্রম করেন।
বুধবার আন্তর্জাতিক ক্রিকেট থেকেও অবসর নিলেন মিতালি রাজ। বুধবার টুইটারে একটি পোস্টের মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি।
I thank all of you for the love and support you have given me throughout my T/20 career 🙏🏻. Onto the ODI’s now! #onwardsandupwards #lotstolookforwardto #gratitude
— Mithali Raj (@M_Raj03) September 4, 2019