নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ৯ হাজারের বেশি বেসামরিক নাগরিক হতাহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার সংস্থা (ওএইচসিএইচআর)-এর পক্ষ থেকে এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। ওএইচসিএইচআর জানিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে ৩০ মে পর্যন্ত ৯ হাজার ২৯ জন বেসামরিক হতাহত হয়েছেন। এর মধ্যে ৪ হাজার ১১৩ জন নিহত এবং ৪ হাজার ৯১৬ জন আহত হয়েছে। ওএইচসিএইচআর বলছে, তাদের তরফে যে পরিসংখ্যান তুলে ধরা হয়েছে হতাহতের প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি। কেননা, মারিউপোল, ইজিয়াম ও পোপাসনার মতো অঞ্চলগুলো থেকে তাদের তথ্য সংগ্রহ এখনও বাকি রয়েছে।