SRH বনাম MI, IPL-র বিধ্বংসী ম্যাচ, রইলো রেকর্ডের ছড়াছড়ি

বিশাল রেকর্ড গড়ে নিল সানরাইজার্স হায়দ্রাবাদ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Pat-Cummins-and-Hardik-Pandya.webp

File Picture

নিজস্ব সংবাদদাতা: এবছরের আইপিএল শুরু হয়েছে সবে কয়েকদিন হল। আর এর মধ্যেই বিশাল রেকর্ড গড়ে নিল সানরাইজার্স হায়দ্রাবাদ। বুধবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। আর সেখানেই সর্বোচ্চ স্কোরের রেকর্ড করেছে তারা।

এদিন SRH-এর ব্যাটার অভিষেক শর্মা দ্রুততম হাফ সেঞ্চুরি করেন। তাঁর ঠিক আগে দিয়েই সেই রেকর্ড করেছিলেন ট্র্যাভিস হেড। আর তার কিছু মুহুর্ত পরেই সেই রেকর্ড ভেঙে দেন তিনি।

এবার এক নজরে দেখে নিন SRH বনাম MI আইপিএল ২০২৪-এর রেকর্ড তালিকা:

srh-vs-mi-ipl-head-to-head-1711446293.jpg

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সর্বোচ্চ স্কোর - ২০ ওভারে ২৭৭/৩

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ

যেকোনো টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি দলের সর্বোচ্চ সংগ্রহ

আইপিএলে SRH-এর সর্বোচ্চ স্কোর

আইপিএল ম্যাচে সবচেয়ে বেশি ৬ - ৩৮টি

টি-টোয়েন্টি ম্যাচে সবচেয়ে বেশি ৬ - ৩৮টি

একটি আইপিএল ম্যাচে সর্বোচ্চ ম্যাচ সংগ্রহ - ৫২৩ রান

টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ ম্যাচের সংগ্রহ- ৫২৩ রান

আইপিএল ইনিংসে যৌথভাবে দ্বিতীয় সর্বাধিক ৬ - MI (২০ টা)

আইপিএল ইনিংসে যৌথভাবে তৃতীয় সর্বাধিক ৬ - SRH (১৮ টা)

একটি আইপিএল ইনিংসে যৌথ দ্রুততম 250 - SRH

আইপিএল ইনিংসে দ্বিতীয় দ্রুততম 200 - SRH (১৪.৪ ওভারে)

১০ ওভার শেষে দলের সর্বোচ্চ স্কোর - SRH (১৪৮ রান)

Kwena Maphaka অভিষেক ম্যাচে সবচেয়ে ব্যয়বহুল আইপিএল পরিসংখ্যান রেকর্ড - (০/৬৬)

এক ইনিংসে MI বোলারের দেওয়া সর্বাধিক রান - মাফাকা (৬৬)

আইপিএলে বোলারের দ্বারা দেওয়া তৃতীয় সর্বাধিক রান - মাফাকা (৬৬)

SRH-এর হয়ে দ্রুততম আইপিএল ফিফটি - অভিষেক শর্মা (১৬ বল)

SRH-এর হয়ে দ্বিতীয় দ্রুততম ফিফটি - ট্র্যাভিস হেড (১৮ বল)

আইপিএলে যৌথ চতুর্থ দ্রুততম ফিফটি - অভিষেক শর্মা (১৬ বল)