নিজস্ব সংবাদদাতা: আইপিএল ২০২৫-এ বিসিসিআই নিয়ম পরিবর্তন করেছে। এর মধ্যে রয়েছে স্যালাইভা নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম অব্যাহত রাখা এবং স্লো ওভার রেটের নিষেধাজ্ঞা আর অধিনায়কদের উপর আরোপ করা যাবে না। এই তথ্য দিলেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল।
/anm-bengali/media/media_files/57RWKYDzV44LjcS4gBah.jpg)