নিজস্ব সংবাদদাতাঃ রাজ্য জুড়ে দুর্যোগের আশঙ্কা। রাজ্যে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির দাপট চলবে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সপ্তাহান্তে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের সব কটি জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বাংলাদেশে অবস্থান করছে নিম্নচাপ। ধীর গতিতে সেই নিম্নচাপ পশ্চিমের দিকে এগিয়ে আসছে।
প্রসঙ্গত, বাংলার ওপর দিয়ে সেই নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে যাবে। এছাড়াও আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হুগলী, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও দুই মেদিনীপুরে।