নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, জারি সতর্কতা

ভ্যাপসা গরমের মধ্যেও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চলবে বৃষ্টির দাপট।

author-image
Probha Rani Das
New Update
heavy rain  in tamil nadu.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ আজ কলকাতা-সহ তৎসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নতুন সপ্তাহে ধরেও বৃষ্টি চলবে রাজ্যে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ থকার কারণে এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

HEAVY RAIN.jpg

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের সৃষ্টি হয়েছে নিম্নচাপ। এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সপ্তাহভর চলবে বৃষ্টিপাত। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণের জেলায় জেলায় চলতে পারে দুর্যোগ। নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে। যার ফলে দক্ষিণবঙ্গ ও ঝাড়খন্ডে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে

আবহাওয়া দফতর মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছে। পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। ফলে মৎস্যজীবীদের আগামী মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।