BREAKING : বাংলাদেশ নয়, এবার বাংলাতেই হামলা হলো সনাতনীদের উপর

শুভেন্দু অধিকারী কাঁথির সনাতনী ভজন শোনার ‘অপরাধে’ হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে দাবি করেছেন, অভিযুক্তদের গ্রেফতার করা উচিত।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে সম্প্রতি ঘটে যাওয়া এক ঘটনায় দুই ব্যক্তি আক্রান্ত হয়েছেন। অভিযোগ, গাড়িতে সনাতনী ভজন শোনার কারণে গাড়ির ওপর হামলা হয়। শুভেন্দু অধিকারী এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে তীব্র নিন্দা জানিয়েছেন।

suvendu adhikari

তিনি জানান, কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে ওয়াকফ সংশোধনী বিল বিরোধী একটি সভা চলছিল। সেই সময় একটি গাড়ি সেখানে যাচ্ছিল, যা সনাতনী ভজন বাজাচ্ছিল। সভায় আসা কিছু লোক গাড়ির ওপর চড়াও হন এবং গাড়িটি ভাঙচুর করেন। এছাড়া, গাড়িতে থাকা যাত্রীদের বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে।

publive-image

শুভেন্দু অধিকারী ভিডিও পোস্ট করে অভিযুক্তদের গ্রেফতার করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, "ভিডিয়োটি যথেষ্ট প্রমাণ, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।" বাংলাদেশে হিন্দু নিধন নিয়ে তিনি একাধিকবার প্রতিবাদ জানিয়েছেন এবং দাবি করেছেন, বাংলাতেও এই ধরনের ঘটনা বেড়ে চলেছে।