সবজি বাজার বসাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ঝাড়গ্রাম স্টেশনে

ক্ষুব্ধ ব্যবসায়ীরা রাস্তায় সবজি ফেলে অবস্থান বিক্ষোভ শুরু করেন।  

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
5ujhj

File Picture

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: সবজি বাজার বসানোকে কেন্দ্র করে ধুন্ধুমার ঝাড়গ্রামের স্টেশন চত্বর। যার জেরে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখে সবজি ব্যবসায়ীরা। ঘটনার সূত্রপাত শুক্রবার ভোরে যখন সবজি ব্যবসায়ীরা রেলের জায়গায় বসতে আসে। তখন আরপিএফের তরফ থেকে তাঁদের বসতে বাধা দেওয়া হয়। এর পরেই ক্ষুব্ধ ব্যবসায়ীরা রাস্তায় সবজি ফেলে অবস্থান করতে শুরু করেন। 

সবজি ব্যবসায়ীরা দাবী করেন, “কোনো রকম নোটিশ ছাড়াই আমাদের বসতে দেওয়া হচ্ছে না। উন্নয়ন হলে আমাদের কোনো বাধা নেই। কিন্তু আমাদের পেটে লাথি মেরে হবে সেটা মানবো না”। 

etgghj

দীর্ঘক্ষণ অবরোধের পরে ঝাড়গ্রাম জিআরপিএফের তরফ থেকে সবজি ব্যবসায়ীদের সাথে কথা বলে অবরোধ ওঠে। সবজি ব্যবসায়ীদের তরফ থেকে জানানো হয় রেল পুলিশ জানিয়েছে এ ব্যাপারে উচ্ছেদ হওয়ার আগে ঝাড়গ্রাম জেলা শাসক সহ সবজি ব্যবসায়ীদের সাথে কথা বলেই হবে।

ew2rfh