নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: আজ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে কোলাঘাট থানার পুলিশকর্মী সহ মোট ৫৯ জন রক্তদান করেন।
আসন্ন গ্রীষ্মের মরসুমে রক্ত সংকট মেটাতে জেলা পুলিশের পক্ষ থেকে জেলার বিভিন্ন প্রান্তে রক্তদান শিবির আয়োজন করা হচ্ছে। গত পরশুদিনই নন্দকুমার থানা ও ট্রাফিক গার্ডের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে পুলিশ কর্মীরা রক্তদান করেন।