পারিবারিক কাজে সরকারি জিনিসের ব্যবহার, এলাকায় অসন্তোষ

এলাকায় অসন্তোষ ছড়ালো।

author-image
Adrita
New Update
ওঃ

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ মায়ের শ্রাদ্ধের অনুষ্ঠানে সরকারি ত্রিপল ব্যবহারের ঘটনায় বিতর্কে জড়ালেন দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো অফিসের কর্মী শুভ দত্ত। সম্প্রতি দুর্গাপুরের সিটি সেন্টারের আম্বেদকর সরণীতে নিজের বাড়িতে মায়ের শ্রাদ্ধের প্যান্ডেলে বিশ্ব বাংলার লোগো লাগানো সরকারি ত্রিপল দিয়ে প্যান্ডেল করা হয়। কিভাবে পেলেন এই সরকারি ত্রিপল? এই প্রশ্নের উত্তরে শুভ দত্ত জানান যে ডেকোরেটার্সের কর্মীরা এটি এনেছেন। কিন্তু ডেকোরেটার্সের কর্মীরা পাল্টা অভিযোগ করেন, এই ত্রিপল শুভ দত্তই তাদের দিয়েছেন।

এই ঘটনার পরেই সরকারি ত্রাণের ত্রিপল ব্যবহারের অভিযোগে সরব হয়েছেন বিরোধী দল। বর্ধমান দুর্গাপুরের বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় কড়া সমালোচনা করে বলেন, “এটাই বাংলার অবস্থা। যেখানে গরিব মানুষ বন্যায় বাড়ি ভাসাচ্ছে, সেখানে ত্রাণের ত্রিপল ব্যবহার করে শ্রাদ্ধের প্যান্ডেল করা হচ্ছে। এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

এ বিষয়ে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলির ভাইস চেয়ারপার্সন অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন, “এই ধরনের অন্যায় কারও পক্ষ থেকে হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।” নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ জানান, “এই বিষয়টি আমাদের নজরে নেই। যদি কেউ এই ধরনের কাজ করে থাকেন, তবে তার বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই ঘটনায় নগর নিগমের কর্মীদের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ ক্রমেই বাড়ছে।