নার্সিংহোমে সদ্যোজাত শিশুর অস্বাভাবিক মৃত্যু, গাফিলতির দাবী পরিবারের

শোকস্তব্ধ পরিবার।

author-image
Adrita
New Update
ফের মৃত্যু ২ শিশুর

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা বাজার সংলগ্ন একটি বেসরকারি নার্সিংহোমে তিন দিনের এক সদ্যজাত শিশুর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।

জানা গিয়েছে, গত ১৪ ই জানুয়ারি ডেবরার শ্রীকৃষ্ণপুর এলাকা থেকে এক প্রসূতি ডেবরা বাজার সংলগ্ন একটি নার্সিংহোমে ভর্তি হয় এবং গত ১৫ তারিখ সন্তানের জন্ম দেন তিনি। তারপর আজ সকালে ওই শিশুটির মৃত্যু হয়েছে বলে পরিবারের লোকজনকে জানানো হয়। তারপরেই চাঞ্চল্য ছড়ালো এলাকায়। 

নার্সিংহোমের গাফিলতির জন্য এই পরিস্থিতি, এমনই অভিযোগ তুলেছে মৃত শিশুর পরিবার। কীভাবে ওই শিশুর মৃত্যু হয়েছে, তা জানার জন্য ময়নাতদন্তের আবেদন করেছে পরিবার। নার্সিংহোমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে ওই পরিবার।