নিজস্ব সংবাদদাতা : কথা কাটাকাটির জেরে ছুরি দিয়ে আঘাত দুই যুবককে। গুরুতর আহত অবস্থায় ভর্তি হাসপাতালে।
/anm-bengali/media/media_files/2025/03/15/Afc9ehmJZoay1w3ZYVVv.jpg)
ঘটনাটি শুক্রবার সন্ধ্যা ৬ টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার খড়াই শ্যামশুবাড় গ্ৰামে। পরিবারের অভিযোগ ঠিকাদার অপু শাসমল হায়দ্রাবাদে প্যান্ডেলের কাজ করতে নিয়ে যায় শক্তিপদ ভূঁইয়া ও স্বপন ভূঁইয়াকে। কাজের সূত্রে দীপক শাসমলের কাছে শক্তিপদ ভূঁইয়া ও স্বপন ভূঁইয়া পায় ১৭ হাজার টাকা। সেই টাকা চাইতে গেলে গলায় ছুরির কোপ মারে। এই ঘটনায় গুরুতর আহত হয় শক্তিপদ ভুঁইয়া ও স্বপন ভুইয়া।
/anm-bengali/media/media_files/1000066631.jpg)
পটাশপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরিবারের অভিযোগ যারা মেরেছে তাঁদের পরিবারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।