ইয়েমেনের রক্তাক্ত সকাল, মার্কিন হামলায় মৃত বহু শ্রমিক
মাঝ আকাশে বিমান হাইজ্যাকের চেষ্টা! যাত্রীর গুলিতে নিহত অভিযুক্ত
চোলাই মদ নির্মূলে মেদিনীপুরে যৌথ অভিযান, ধৃত এক ব্যক্তি
ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা শুধুমাত্র রাজনৈতিক কারণে হচ্ছে! কী বলছেন সাংসদ
মুর্শিদাবাদ নিয়ে বাংলাদেশের উদ্বেগ! তীব্র প্রতিক্রিয়া দেখাল ভারত
অশান্তির পুঙ্খানুপুঙ্খ তদন্তে মালদার পথে মহিলা কমিশনের টিম
মুসমানরা কবরে শুয়ে নেই... ফের বিস্ফোরক রাজ্যের মন্ত্রী
যীশু খ্রীষ্টের আত্মত্যাগ স্মরণ করে দেশবাসীকে শান্তি ও সহানুভূতির বার্তা দিলেন মোদী
মুখ্যমন্ত্রীর আপত্তি উড়িয়ে রাজ্যপালের মুর্শিদাবাদ সফর! উঠছে রাজনৈতিক প্রশ্ন

বাড়িতে চুরির ঘটনায় গুড়গুড়িপাল থানার পুলিশের হাতে আরও দুই গভীর জলের বোয়াল

গুড়গুড়িপালে বাড়িতে চুরির ঘটনায় ঝাড়গ্রাম থেকে গ্রেফতার সোনা দোকানী, গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫।

author-image
Aniket
New Update
s

 



নিজস্ব প্রতিনিধি: গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় গ্রেফতার আরও দুজন। সব মিলিয়ে মোট পাঁচজনকে গ্রেফতার করলো গুড়গুড়িপাল থানার পুলিশ। এর আগে তিনজন চোরকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার তাদের জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া সোনা যে দোকানে বিক্রি করা হতো, সেই দুই দোকানদারকে গ্রেফতার করা হল রবিবার রাতে। পুলিশ জানিয়েছে, সমস্ত চুরির সোনা, রুপো ঝাড়গ্রামের সুভাষপল্লী এলাকার একটি দোকানে বিক্রি করতো চোরেরা। তাদের জিজ্ঞাসাবাদ করে সেই দোকানের হদিস মেলে। চুরির কার্যে ব্যবহৃত একটি চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করার পাশাপাশি বেশ কিছু সোনা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে গুড়গুড়িপাল থানার চিলগোড়া এলাকায় একটি ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটে। বাড়ির লোকেরা জানিয়েছিল, সোনার চেন, আংটি, ব্রেসলেট, রুপোর নুপুর, চামচ, গ্লাস সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি গিয়েছে। গুড়গুড়িপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ। সেই ঘটনায়, উত্তর ২৪ পরগণার হাসনাবাদ থেকে মতিহার সেক (৩১), সেক রফিক (৪০) এবং ঝাড়গ্রামের বাসিন্দা শংকর সিংহকে (৪৩) গ্রেফতার করে গুড়গুড়িপাল থানার পুলিশ। শংকরকে গ্রেফতার করে জানতে পারে ঝাড়গ্রাম বাদেও পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক বাড়িতে চুরি করেছে তারা। শংকরকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ জানতে পারে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এলাকায় চুরির সমস্ত তালিকা তৈরি করত শংকর। বিভিন্নভাবে খোঁজ রাখতো কোন বাড়ি এবং দোকান ফাঁকা থাকে রাতের বেলা। চুরি হত রফিকের হাত ধরেই। চুরি করার পরই রফিক ও মতিহার বাড়ি ফিরে যেত। রফিক ও মতিহারকে গ্রেফতার করে তাদের কাছ থেকে বেশ কিছু সোনা উদ্ধার করেছে পুলিশ। শংকরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও জানতে পারে, ঝাড়গ্রামেরই একটি সোনার দোকানে তারা চুরি যাওয়া সোনা বিক্রি করত। সেই তথ্যর ভিত্তিতেই রবিবার রাতে পুলিশ হানা দেয় ঝাড়গ্রামের ওই সোনার দোকানে। অভিজিৎ পাল ও দীপনাথ ওঝা দুজনে ওই সোনার দোকান চালাত। ওই দুই দোকানিকেই গ্রেফতার করে সোমবার মেদিনীপুর আদালতে তোলা হয়। তদন্তের অগ্রগতিতে সাতদিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।