'কলিজা' খুলে নেওয়ার হুঁশিয়ারি অরূপ চক্রবর্তীর, কমিশনের নজরে অরূপ চক্রবর্তীর মন্তব্য

তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী সার্কিট হাউজে বিজেপি নেতাদের সঙ্গে কমিশনের বৈঠক নিয়ে অভিযোগ তুলে তালডাংরায় ১৩ তারিখ নির্বাচনী সমর্থনে হুঁশিয়ারি দেন।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : সার্কিট হাউজে নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপি নেতাদের বৈঠক নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গুরুতর অভিযোগ উঠেছে। তৃণমূলের দাবি, ওই বৈঠকে বিজেপি নেতারা নির্বাচনী প্রক্রিয়ায় অবাঞ্ছিত প্রভাব বিস্তার করতে আলোচনা করেছেন। তৃণমূলের অভিযোগ, বিজেপি তাদের ক্ষমতা ব্যবহার করে রাজ্যের নির্বাচনী পরিবেশকে নিজেদের অনুকূলে গড়তে চাইছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।

publive-image

এ বিষয়ে তালডাংরার এক নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী বিজেপির বিরুদ্ধে তীব্র বক্তব্য রাখেন। তিনি বলেন, "তৃণমূলের ঝান্ডা খুলে দিলে, ১৩ তারিখ তালডাংরার মানুষ আপনাদের কলিজা খুলে নেবে।" এর মাধ্যমে তিনি তালডাংরার জনগণের শক্তি ও প্রতিবাদের কথা তুলে ধরেন এবং বিজেপির অপকৌশল ও প্রভাবের বিরুদ্ধে জনগণের সোজা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন।

publive-image

অরূপ চক্রবর্তীর এই মন্তব্য রাজনীতির আঙিনায় নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। তার "কলিজা খুলে নেওয়া" মন্তব্যটি নির্বাচনী আচরণবিধির বিরুদ্ধে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে, বিজেপি রাজ্যের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে মনগড়া সিদ্ধান্ত নিতে চাইছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। নির্বাচন কমিশন যদি এটি গুরুতর মনে করে, তবে অরূপ চক্রবর্তীকে শোকজ করা হতে পারে।

এই রাজনৈতিক উত্তেজনা রাজ্যের নির্বাচনী পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং ভবিষ্যতে আরও বিতর্কের সৃষ্টি করতে পারে।