নিজস্ব সংবাদদাতা: ছাব্বিশের বিধানসভা ভোটের আগে রামনবমী পালনে পিছিয়ে নেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও। বিজেপি যখন দেড় কোটি মানুষকে রাজপথে নামার ডাক দিচ্ছে, তখন রামকে আঁকড়ে পথে নামছে তৃণমূলও।
/anm-bengali/media/media_files/qduvf2qVu3ZM1rjLVOI6.jpg)
রবিবার রামনবমীতে তৃণমূলের তরফে কোচবিহারের সিতাই ব্লকে রামপুজোর আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে দিনভর একাধিক অনুষ্ঠান কর্মসূচি নিয়েছে শাসক দল। কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার উদ্যোগে সিতাই বাসস্ট্যান্ড এলাকায় রামপুজোর আয়োজন করা হচ্ছে। ওই দিনের অনুষ্ঠানে কোচবিহারের তৃণমূল সাংসদের পাশাপাশি সিতাইয়ের তৃণমূল বিধায়ক সঙ্গীতা রায়ও উপস্থিত থাকবেন।