দেরিতে চলছে ট্রেন, সমস্যায় নিত্যযাত্রীরা, প্রতিবাদে পথে SUCI

ট্রেনের জন্যে দীর্ঘক্ষণ স্টেশনে বসে থাকতে হয় যাত্রীদের।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-03-01 at 16.10.46

File Picture

নিজস্ব সংবাদদাতা, খড়গপুর: অস্বাভাবিকভাবে ট্রেন লেট এবং রেল বেসরকারিকরণ এর বিরুদ্ধে খড়গপুর ডিআরএম-এর কাছে বিক্ষোভ ডেপুটেশন করল এসইউসিআই কমিউনিস্ট। বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ এই বিক্ষোভ ডেপুটেশন করা হয় সংগঠনের পক্ষ থেকে।

08uhtu

এসইউসিআই কমিউনিস্ট এর দাবি, একাধিক বন্দে ভারত চালানো ও মালগাড়ি চলাচলকে অগ্রাধিকার দিয়ে লোকাল ও প্যাসেঞ্জার ট্রেনের যাত্রীদের দুর্বিসহ অবস্থার সৃষ্টি করা হয়েছে। ট্রেন লেট এমন পর্যায়ে পৌঁছেছে যে পাঁশকুড়া, খড়গপুর কিংবা মেদিনীপুরের মতো স্টেশনে কানেক্টিং ট্রেন ধরতে না পেরে যাত্রীরা প্ল্যাটফর্মে ঘণ্টার পর ঘণ্টা কাটাচ্ছে রেল পরিষেবার জন্য। রেল পরিষেবার এই বেহাল অবস্থার বিরুদ্ধে বিক্ষোভ ডেপুটেশন করা হয় খড়গপুর ডিআরএম অফিসে।