নিজস্ব প্রতিনিধি, পাঁশকুড়া: পরীক্ষা শুরু হতে বাকি মাত্র ৩০ মিনিট। রাস্তা প্রায় ২৫ কিমি। বাইকে করেই পরীক্ষার্থীকে সেন্টারে পৌঁছে দিল ডেবরা ট্রাফিক বিভাগের কন্সটেবল মৃন্ময় হান্ডা৷
পাঁশকুড়া থেকে হাউরের কুমোরপুর হটেশ্বর হাইস্কুলে সেন্টার ভোকেশনাল পরীক্ষা ছিল এক পরীক্ষার্থীর। কিন্তু বাস থেকে তাকে তার স্টপেজে না নামিয়েই নিয়ে চলে এলো ডেবরা বাজার৷ সময় তখন ৯:৩০টা। তৎক্ষণাৎ ডেবরা ব্রিজের নীচে কর্মরত ট্রাফিক বিভাগের পুলিশের কাছে হাজির হয়ে সমস্যার কথা বলেন ওই পরীক্ষার্থী। তারপরেই ডেবরা ট্রাফিক বিভাগের ওসি সাদ্দাম হোসেনের নির্দেশে বাইকে করে ডেবরা থেকে ২৫ কিমি দূরে পরীক্ষা সেন্টারে পৌঁছে দেন কনস্টেবল মৃন্ময় হান্ডা। ১০টার মধ্যেই ছাত্রীকে পৌঁছে দিলেন তার পরীক্ষা কেন্দ্রে। আর গতকালের ঘটনার সেই ছবি ভাইরাল হতে শুরু হয়েছে সোস্যাল মিডিয়ার। সমাজ মাধ্যমেই প্রশংসা পাচ্ছেন ডেবরা ট্রাফিক বিভাগের কনস্টেবল মৃন্ময় হান্ডা।