নিজস্ব সংবাদদাতা: এবার বিজেপিকে নিয়ে সোজা মন্তব্য করলেন টিপিসিসি সভাপতি মহেশ কুমার গৌড়। মহেশ কুমার গৌড় বলেছেন, "বিজেপি তেলেঙ্গানায় সুযোগ চাইছে, কিন্তু রাজ্যের জনগণ কেনও তাদের সুযোগ দেবে? যখন তারা রাজ্যের উন্নয়নের বিষয়ে বিন্দুমাত্র চিন্তিত নয়। তারা কেন্দ্রে ক্ষমতায়, কিন্তু তারা রাজ্যের জন্য কিছুই করেনি। বরং, তারা প্রকল্পগুলি বন্ধ করে দিয়েছে। জি কিষাণ রেড্ডি মেট্রোর তহবিল বন্ধ করার প্রধান অভিযুক্ত। তারা কেন বাধা দিচ্ছে? তেলেঙ্গানায়, বিজেপির ক্ষমতায় আসার কোনও সম্ভাবনা নেই।"
/anm-bengali/media/post_attachments/096696f3-963.png)