নিজস্ব সংবাদদাতা: অমর্ত্য সেনকে নিয়ে পোস্ট করে এবার চাঞ্চল্য ফেলে দিলেন অনুপম হাজরা।
/anm-bengali/media/media_files/4VX2tR8Vo3f5rUcTOW5V.jpg)
তিনি বলেছেন, "বিশ্বভারতী আপনার এক চিলতে জায়গা দখল করে নিয়েছিলো বলে বিশ্বভারতীকে তীব্র সমালোচনা করেছিলাম এবং আপনার প্রতি বিশ্বভারতীর এই মনোভাবের তীব্র প্রতিবাদ করেছিলাম !!! যাইহোক আজ আপনি আমাদের মধ্যে নেই, থাকলে নিশ্চয়ই বাংলার বুকে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনার তীব্র প্রতিবাদ করতেন !!!"
/anm-bengali/media/media_files/BvUWQMOTItRbWamNi7ii.jpg)
তার এই পোস্ট ঘিরে শোরগোল শুরু হয়েছে।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)