দুর্নীতির অভিযোগ! তৃণমূল চালিত পঞ্চায়েত অফিসে তালা ঝোলাল তৃণমূলের একাংশ

তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলেরই বিক্ষোভ।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
COVERpancha

নিজস্ব প্রতিনিধি, অন্ডাল : বুধবার অন্ডাল ব্লকের খান্দরা গ্রাম পঞ্চায়েত অফিসের সদর দরজায় তালা ঝুলিয়ে দেন কয়েকজন পঞ্চায়েত সদস্য যা নিয়ে পঞ্চায়েত অফিস চত্বরে তৈরি হয় উত্তেজনা। তালা বন্ধ অবস্থায় দফতরের ভিতরে বেশ কিছুক্ষণ আটকে থাকেন পঞ্চায়েতের কর্মীরা। বেশ কিছুক্ষণ পর তালা খুলে দেওয়ার পর মুক্ত হন তারা।

পঞ্চায়েত সদস্য সুমিতা বাউরি, সত্যম নন্দী সকলেই জানান যে তারাই অফিসের সদর দরজায় তালা দিয়েছিলেন। তাদের অভিযোগ, 'এলাকায় পানীয় জল নেই। পঞ্চায়েত থেকে পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে না। পঞ্চায়েত সদস্য হিসাবে বাসিন্দাদের কাছে অপমানিত হতে হচ্ছে আমাদের। প্রধানকে সমস্যার কথা জানিয়েও কোনও লাভ হয়নি'। পাশাপাশি তারা একগুচ্ছ দুর্নীতির কথাও তুলে ধরেন। বলেন, 'জল সরবরাহের জন্য টেন্ডার হয়েছে কিন্তু কে টেন্ডার পেয়েছে? কিভাবে পেল? প্রধানের কাছে জানতে চাইলে তা আমাদের জানানো হয়নি'। প্রধান অপর্ণা বাদ্যকরের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে তারা বলেন, 'প্রধান বেলা দুটোর পর পঞ্চায়েত অফিসে আসেন। ফলে সাধারণ মানুষ পরিষেবা না পেয়ে ফিরে যায়। মিটিংয়ে কয়েকজন পঞ্চায়েত সদস্যকে ডাকা হয় না'। সেই কারণে এদিন তালা ঝোলানো হয়েছে বলে জানান সত্যম বাবু। এই বিষয়ে পঞ্চায়েত প্রধান অপর্ণা বাদ্যকরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে উপপ্রধান গণেশ বাদ্যকর বলেন, 'দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন। ব্যক্তিগত ক্ষোভের কারণে কয়েকজন এদিন পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়েছিল'। তাদের সাথে কথা বলে সমস্যা মিটে গেছে বলে দাবি করেন গণেশ বাবু।

 

Add 1