নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ১ নং ভবানীপুর অঞ্চলের ভবানীপুর আংশিক বুনিয়াদী বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন ডেবরা বিধানসভার বিধায়ক ড: হুমায়ুন কবীর।
এছাড়াও উপস্থিত ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্তি কর্মাধ্যক্ষ শিতেষ ধাড়া, বিশিষ্ট সমাজ সেবী বিবেকানন্দ মুখার্জি, এলাকায় প্রধান জগন্নাথ মুলা, সহ অন্যান্যরা। এদিন প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের উদ্ধোধন করেন বিধায়ক। পাশাপাশি স্কুলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবোক্ষ মূর্তি উন্মোচন করেন তিনি। আজ এবং আগামীকাল স্কুলের পড়ুয়াদের নিয়ে বিভিন্ন অনুস্টান রয়েছে স্কুল প্রাঙ্গনে।
/anm-bengali/media/media_files/2025/02/24/yFfGvcDHoJAwuc8WBIVA.jpeg)