তৃণমূলের মানবিক মুখ, বৃদ্ধ-বৃদ্ধার পাশে দাঁড়ালেন সহ সভাপতি

নিজে দাঁড়িয়ে থেকে দম্পতিকে রাস্তা পার করেন সিভিক ভলেন্টিয়ার ও তার দলের কর্মীদের সাহায্য নিয়ে। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
awwadfb

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়ার মানবিক মুখ দেখা গেল আবারও। এদিন সকালে ডেবরা বাজারে এক দৃষ্টি হীন বৃদ্ধ তার অসুস্থ স্ত্রীকে নিয়ে ডেবরা বাজারে দাঁড়িয়ে ছিল। সেই ছবি চোখে পড়ে ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়ার চোখে।

তারপরেই তিনি লক্ষ্য করেন ওই দৃষ্টিহীন বৃদ্ধর স্ত্রী হাঁটতে পারছেন না। দ্রুততার সঙ্গে তিনি একটি ট্রাই সাইকেল কিনে দেন। তারপর নিজে দাঁড়িয়ে থেকে দম্পতিকে রাস্তা পার করেন সিভিক ভলেন্টিয়ার ও তার দলের কর্মীদের সাহায্য নিয়ে। 

WhatsApp Image 2024-12-09 at 09.02.41

এ বিষয়ে সীতেশ ধাড়া জানান, “আমরা জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, কর্মাধ্যক্ষ সব কিছুর আগে আমাদের কাছে প্রথম পরিচয় আমরা মানুষ। তাই আমাদের প্রথম কর্তব্য মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের তাই শিখিয়েছেন। আর আমরা সেই পথেই চলি। দুই দম্পতির পাশে দাঁড়িয়ে আমি ডেবরা বাসীকে বলতে চাই আপনারাও মানুষের পাশে দাঁড়ান”।

WhatsApp Image 2024-12-09 at 09.02.40 (1)