জায়গা পাল্টাচ্ছে বাঘিনীরা, হিমসিম খাচ্ছে বন দফতর

হিমসিম খাচ্ছে বন দফতর।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
royal-bengal-tiger-joynagar_480x480

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: এবার বাঘিনী পুরুলিয়া জেলা সফর শেষ করে বাঁকুড়া জেলায় প্রবেশ করল। জানা গিয়েছে শনিবার সকাল বেলা তার অবস্থান ছিল মানবাজার ব্লকের ধানাড়া গ্রাম পঞ্চায়েতের লাপাং জঙ্গলে।

এই লাপাং হল বাঁকুড়া জেলার সীমান্তের গ্রাম। শনিবার সকাল নয়টা নাগাদ রানীবাঁধ থানার গোপালপুর জঙ্গলে ঢুকে পড়ে বাঘিনী। এই মুহূর্তে বাঘিনীর অবস্থান রয়েছে বাঁকুড়ার গোপালপুর গ্রামে। বাঘিনীদের ধরতে হিমসিম খাচ্ছে বনদপ্তর। বাঘে আনতে পারছেন না কোনমতেই।