নিজস্ব সংবাদদাতা: মহাষ্টমীর শেষে শুরু হয়ে গেল মহানবমী। আর দুর্গাপুজোর রীতি অনুযায়ী, বহু পুজো মণ্ডপেই এই সময় কুমারী পুজো হয়ে থাকে। কেউ অষ্টমীতে কুমারী পুজো করে থাকেন তো কেউ নবমীতে। যেমন বেলুড় মঠেই মহানবমীতে হয়ে থাকে কুমারী পুজো।
তবে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে মহাষ্টমীতেই হল কুমারী পুজো। যথাযোগ্য মর্যাদায় কুমারী পুজো অনুষ্ঠিত হল শুক্রবার। উত্তর বঙ্গের বিভিন্ন জায়গা থেকে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের কুমারী পুজো দেখতে ভিড় জমান ভক্তরা।
আজ অষ্টমী আর এই দিনে প্রথা রীতি অনুযায়ী কুমারী পুজো অনুষ্ঠিত হয় দেশজুড়ে। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে ও এই দিনে কুমারী পুজোর আয়োজন হয়। যা দেখতে রীতিমতো ভিড় উপচে পড়ে এখানে। এইবার ও কুমারী পূজা অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই কুমারী পুজোতে মেতে উঠেছিল গোটা রামকৃষ্ণ মিশন আশ্রম। রামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজরা এই পুজো করে থাকেন। এইবার ও সেই রীতি চলে আসছে।
একজন কুমারী মেয়ে কে দুর্গা রূপে আচার রীতি মেনেই আজ পুজো করা হয়। মন্ত্র উচ্চারণ করে কুমারী পুজো হয় প্রতিবছর। এই পুজো দেখতে জেলার বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে। এইবার ও লোকের সমাগম থেকে পিছিয়ে ছিল না রামকৃষ্ণ মিশন আশ্রম। নিরাপত্তার চাদরে মোড়া ছিল গোটা আশ্রম প্রাঙ্গন।