নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ প্রাথমিক বিদ্যালয়ের মাথার ওপরের ছাদের বেহাল দশা। বৃষ্টির জল পড়ে ক্লাস ঘরের দশাও বেহাল। পড়ুয়াদের পঠনপাঠন শিকেয় উঠেছে। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ১ নং ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের দূর্লভচক প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে এই অবস্থায় চিন্তিত সবাই।
জানা গিয়েছে যে, গত কয়েক বছর ধরে সংস্কারই হয়নি স্কুলটির। টিনের ছাউনি ভেঙে গিয়েছে। বৃষ্টি হলেই ঝপঝপ করে জল ঢোকে ক্লাসরুমে। যার জেরে বন্ধ রাখতে হয় পঠন পাঠন। সূত্র মারফত জানা গিয়েছে যে, এ বিষয়ে বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ করেও কোনো লাভ হয়নি বলে দাবী স্কুলের শিক্ষকদের। এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে অভিভাবক ও গ্রামবাসীরাও।
যদিও এ বিষয়ে ডেবরা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বিশিষ্ট শিক্ষক বাদল চন্দ্র মন্ডল বলেন,'' আমার কাছে খবরটি এলো। বিষয়টি অবশ্যই খতিয়ে দেখবো। '' তবে কবে এই সমস্যা থেকে মুক্তি পাবে পড়ুয়ারা,সেই দিকেই তাকিয়ে অভিভাবক ও গ্রামবাসীরা।