গৃহস্থ বাড়িতে চুরি, আর তাতে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

এলাকায় চুরির সমস্ত তালিকা তৈরি করত শঙ্কর।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-03-21 at 09.37.36

File Picture

নিজস্ব সংবাদদাতা: গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় ভিন জেলা থেকে পুলিশ গ্রেফতার করল তিনজনকে। বৃহস্পতিবার তাদের মেদিনীপুর আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, ওই তিনজনের মধ্যে মতিহার শেখ (৩১) ও শেখ রফিক (৪০) উত্তর ২৪ পরগণার হাসনাবাদের বাসিন্দা এবং শঙ্কর সিংহের (৪৩) বাড়ি ঝাড়গ্রামে। 

ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এলাকায় চুরির সমস্ত তালিকা তৈরি করত শঙ্কর। বিভিন্নভাবে খোঁজ রাখতো কোন বাড়ি এবং দোকান ফাঁকা থাকে রাতের বেলা। তেমনই গত ডিসেম্বর মাসে গুড়গুড়িপাল থানার চিলগোড়া এলাকায় একটি বাড়ির সমস্ত লোকজন ঘুরতে গিয়েছিলেন। একদিন সকালে পাশাপাশি বাড়ির লোকজন দেখেন বাড়ির দরজা ভাঙা। খবর দেয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে গেলেও বাড়ির লোকজন না থাকায় তদন্ত এগোয়নি। এরপর ওই বাড়ির লোকজন ফিরে এসে দেখে সোনার গহনা সহ টাকা চুরি গিয়েছে। 

Arrest

গুড়গুড়িপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ। ঝাড়গ্রাম এবং কোতয়ালী থানা এলাকাতেও একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় ঝাড়গ্রাম পুলিশ শঙ্করকে গ্রেফতার করে জানতে পারে ঝাড়গ্রাম বাদেও পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক বাড়িতে চুরি করেছে সে। সেই সূত্র ধরে শঙ্করকে নিজেদের হেফাজতে নেয় গুড়গুড়িপাল থানার পুলিশ। 

তার কাছে পুলিশ জানতে পারে এই ঘটনায় উত্তর ২৪ পরগনার দুই ব্যক্তি জড়িত। বুধবার রাতে উত্তর ২৪ পরগনায় হানা দিয়ে মতিহার ও রফিককে গ্রেফতার করে গুড়গুড়িপাল থানার পুলিশ। বৃহস্পতিবার তাদের মেদিনীপুর আদালতের তোলা হয়। বিভিন্ন এলাকায় চুরির ঘটনায় তাদের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছিল পুলিশ। বিচারক রফিক ও মতিহারকে সাত দিন এবং শঙ্করকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।