যুবতী সমস্যা নিজে ডেকেছিলেন! ধর্ষণের মামলায় হাইকোর্টের মন্তব্যের কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
গরম থেকে মুক্তি পেতে ক্লাসরুমের দেওয়ালে গোবর লাগালেন প্রিন্সিপাল!
পাঁচ বছরের শিশুকে খুনের প্রধান অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু! পরিচয় নিয়ে এখনও ধোঁয়াশা
'জ্বলছে বাংলা, আর হামলাকারীদেরই শান্ত হতে বলছেন মুখ্যমন্ত্রী'
ভয়ের নাম মুর্শিদাবাদ
মুর্শিদাবাদে জোড়া খুন, আসছে জাতীয় মানবাধিকার কমিশন
কলকাতার বাতাসে বিষ মেশাচ্ছে ধুলো আর ধোঁয়া সমীক্ষায় ফাঁস হল দূষণের নয়া চিত্র, বিপদের ইঙ্গিত বিশেষজ্ঞদের
ফের বিজেপির রাজ্য নেতার নামে পোস্টার!
সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে! কীসের ইঙ্গিত দিলেন কংগ্রেস নেতা

বিগ ব্রেকিং : আলুর দাম আকাশছোঁয়া : চুপ কেন সরকার?

রাজ্য সরকার সবজির বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির ওপর কঠোর পদক্ষেপ নিতে চলেছে। বিশেষ করে আলুর দাম কমানোর জন্য হিমঘরে থাকা আলু রাখার সময়সীমা বাড়ানো হবে না

author-image
Debapriya Sarkar
New Update
potatoes-1594205506

নিজস্ব সংবাদদাতা : দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে বাজারে সাধারণ মানুষ কার্যত দিশাহারা। বিশেষ করে আলুর দাম বৃদ্ধি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, যার ফলে গৃহস্থদের দৈনন্দিন ব্যয় বেড়ে চলেছে। কলকাতার খুচরো বাজারে জ্যোতি আলুর দাম কেজিতে ৩৫ টাকা ছুঁয়েছে, যা কিছু দিন আগেও ছিল ৩২ টাকা। এই পরিস্থিতিতে, রাজ্য সরকার এখন কঠোর পদক্ষেপ নিতে চলেছে।

potatoes

নবান্ন সূত্রে জানা গেছে, রাজ্য সরকার টাস্ক ফোর্সের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধির পরিস্থিতি পর্যালোচনা করতে একটি বিশেষ বৈঠক ডেকেছে। বৈঠকে আলুর দাম কমানোর জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে হিমঘরে থাকা আলু রাখা যাবে না নির্দিষ্ট সময়সীমার পর, এবং ব্যবসায়ীদের আলুর দাম কমাতে উপযুক্ত পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

potato

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, জ্যোতি আলুর দাম কেজিতে ২৫ টাকা নির্ধারণ করতে বলা হয়েছে। এছাড়া, খুচরো বাজারে নজরদারি বাড়ানো হবে। কালীপুজো, দীপাবলি এবং ভাইফোঁটার সময়, আলুর দাম নিয়ন্ত্রণের জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বাজারে এই মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের পকেটের চাপ আরও বাড়বে, যার ফলে রাজ্য সরকারের এই উদ্যোগ কার্যকর হওয়া অত্যন্ত জরুরি।