শুরু হল মুকুটমণিপুর মেলা, উদ্বোধনে আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী

উদ্বোধন হল মেলার।

author-image
Adrita
New Update
a

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ গতকাল থেকে শুরু হল মুকুটমণিপুর মেলা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আদিবাসী সংস্কৃতি, লোক সংস্কৃতি ও পর্যটন বিষয়ক মুকুটমনিপুর মেলার শুক্রবার  শুভ উদ্বোধন করেন রাজ্যের আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিক বরাইক। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি, বাঁকুড়া জেলাশাসক সিয়াদ এন, জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারী, জেলা পরিষদের সভাধিপতি অনসূয়া রায়, খাতড়ার মহকুমাশাসক ডঃ শুভম মৌর্যসহ অন্যান্যরা। জানা গেছে মেলা চলবে আগামী রবিবার পর্যন্ত। এবারের মেলার অন্যতম আকর্ষণ নৌকা বাইচ প্রতিযোগিতা।

এই মেলা প্রসঙ্গে খাতড়ার মহকুমাশাসক ডঃ শুভম্ মৌর্য জানান, এবারের মেলার অন্যতম আকর্ষণ নৌকা বাইচ প্রতিযোগীতা। এই প্রতিযোগীতা শনিবার সকাল ন'টায় শুরু হবে। একই সঙ্গে এবারের মেলায় বিভিন্ন সরকারী দপ্তর ও ব্লক প্রশাসনের মিলিয়ে ৩০ টি স্টল রয়েছে বলে তিনি জানান। 

জানা গিয়েছে যে, মুকুটমণিপুর পর্যটন কেন্দ্রের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে এই মেলার মূল মঞ্চ সহ তিনটি অনুষ্ঠান মঞ্চ রয়েছে। প্রত্যেকটি অনুষ্ঠান মঞ্চে স্থানীয় লোকসংস্কৃতির বিভিন্ন নৃত্য, গানসহ বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হবে বলেও সূত্রের খবর।