নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ বড়দিনে মাংস রাঁধেনি অন্তঃসত্ত্বা স্ত্রী, তাই স্ত্রীর দু হাত কেটে দিলেন স্বামী। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। সূত্র মারফত জানা গিয়েছে যে, বক শিকার করেছিল স্বামী। বড়দিনের দিন সেই বক রান্না করার কথা ছিল, কিন্তু তা করতে না পারায় স্ত্রীর উপর চড়াও হয় মদ্যপ স্বামী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রান্না না করায় দুই হাত কাটলো স্বামী। তাছাড়াও জানা গিয়েছে যে, শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষতও রয়েছে তার ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর। এই ঘটনায় স্বামীসহ আটক করা হয়েছে শাশুড়িকেও।
জানা গিয়েছে গতকাল ২৫শে ডিসেম্বর বিকেলে দাসপুর থানার বালিপোতার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পাড়া প্রতিবেশীদের থেকে জানা গেছে স্বামীর নাম বিকাশ সিং এবং স্ত্রী জ্যোৎস্না ৯ মাসের অন্তঃসত্ত্বা। জানা গিয়েছে গতকাল স্বামী বিকাশ একটি বক শিকার করে এনে স্ত্রীকে রান্না করতে বলে বাড়ি থেকে উধাও হয়ে যায়। পরে বিকেল নাগাদ মদ্যপ অবস্থায় বিকাশ বাড়ি ফিরে দেখে স্ত্রী তখনও রান্না করছে। বিকাশ তখন চড়াও হয় জ্যোৎস্নার উপর। স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। গৃহবধূ জ্যোৎস্নাকে একেবারে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পাশের বাড়িতে নিয়ে যায় তারা। এই খবর যায় দাসপুর থানায়। পুলিশ এসে গৃহবধূ জ্যোৎস্নাকে উদ্ধার করে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। জানা গিয়েছে স্বামী বিকাশের সাথে শাশুড়ি চুনি সিংকেও থানায় নিয়ে গেছে পুলিশ। এই ঘটনায় ব্যবহার করা হয়েছিল যে বঁটি, সেটিকেও উদ্ধার করেছে পুলিশ।
এই ঘটনায় স্থানীয় আদিবাসী সংগঠনের নেতা রাকেশ নায়েক জানান," বক শিকার করে তাকে রান্না করা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হয়েছিল। আদিবাসী সমাজে আগে পশু পাখি শিকার করে জীবনযাপন চলতো। এখনও কিছু মানুষ সেই ট্রেন্ডটাকে ভোলেনি। আমরা সংগঠনের তরফে আমাদের সমাজে সচেতনতামুলক প্রচার করছি কিন্তু আমরা তাতে ব্যর্থ, আমাদের সাথে প্রশাসনও যদি সঙ্গ দিয়ে এতে সাহায্য করে তবেই এটা বন্ধ হবে।"