নিজস্ব সংবাদদাতা: হুগলির জাঙ্গিপাড়ায় উদ্ধার বধূর নলি কাটা দেহ। শুক্রবার দুপুর দেড়টা নাগাদ ৩৬ বছর বয়সি আফসানা বেগমকে প্রতিবেশীরা বাড়িতে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। আফসানা বেগমের নলি কাটা অবস্থায় ছিল। ঘরময় রক্ত ছড়িয়ে ছিল বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীদের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। উদ্ধার করা হয় দেহ। পুলিশের অনুমান, কোনো ধারালো অস্ত্র দিয়ে মহিলার গলার নলি কেটে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।