বাজারে বাজারে টাস্ক ফোর্স তো ঘুরছে, সবজির দাম কি কমছে!

এদিন ক্রেতাদের সঙ্গেও কথা বলেন তারা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Vegetable-Market

File Picture

নিজস্ব সংবাদদাতা: বাজারে আনাজ পাতির দাম আকাশ ছোঁয়া। আলু থেকে পেঁয়াজ সবকিছুই অগ্নি মূল্য। যার ফলে চরম বেকায়দায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। কলকাতা থেকে শিলিগুড়ি সর্বত্র বাজার গুলির একই চিত্র। রান্নাঘরের অতি গুরুত্বপূর্ণ সবজি আলুর দাম আকাশ ছোঁয়া। এবার শিলিগুড়িতে অভিযান শুরু করেছে টাস্ক ফোর্স। 

আর বাড়তে দেওয়া যাবে না নিত্য ব্যবহৃত সবজি পাতির দাম। শিলিগুড়িতে সবজির দাম নিয়ন্ত্রণ নিয়ে পথে নামলেন মেয়র। এদিন বিভিন্ন বাজার গুলিতে পরিদর্শন করেন তিনি। বিশেষ করে শিলিগুড়ির অন্যতম স্বনামধন্য বাজার শিলিগুড়ি বিধান মার্কেটে অভিযান চালায় টাস্ক ফোর্স। পাইকারি বাজার এবং খুচরো বাজারে সবজির কি দাম নেওয়া হচ্ছে তাই নিয়ে তিনি কথা বলেন। 

market

এদিন বিধান মার্কেটে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন টাস্ক ফোর্সের আধিকারিকরা।  শীত পড়ে গেলেও শীতকালীন সবজির দেখা নেই বাজারে। অন্যদিকে বেড়ে যাচ্ছে পেঁয়াজ রসুন আদার দাম। এদিন ক্রেতাদের সঙ্গেও কথা বলেন তারা। কোন কোন সবজির দাম নেওয়া হচ্ছে বেশি, কত করে সবজির দাম নিতে হবে তার নির্দিষ্ট দর বেঁধে দিয়ে যান তারা। তবে সাধারণ মানুষের অনুযোগ টাস্ক ফোর্সের আধিকারিকরা চলে গেলেই আবার বেড়ে যাবে জিনিসের দাম।

Vegetable-Market 1