মুর্শিদাবাদ তাণ্ডব: 'এই ৬ দিনের শিশুর কি অপরাধ একটু বলবেন?'- ভিডিও সামনে এনে তোলা হল প্রশ্ন- চোখে জল আটকে রাখতে পারবেন না!
অবশেষে গ্রেফতার মেহুল চোকসি, বেলজিয়াম পুলিশ গ্রেফতার করল তাঁকে
ধর্ম নয় পাপ, আত্মরক্ষা নয় অপরাধ: আজকের পশ্চিমবঙ্গ ও হিন্দু উদ্বাস্তুদের প্রতি এক জবাবদিহির দাবি- তরুণজ্যোতির ট্যুইটে শোরগোল
রাজ্য সড়কে চাপ চাপ মাটি, চরম ভোগান্তি- এবার পদক্ষেপ পুলিশের
"প্রকৃতি বাঁচলে, আমরা বাঁচব, প্রকৃতি হাসলে, আমরা হাসব", অভিনব উদ্যোগ দাসপুরে
বছরের শেষের দিন কেমন যাবে মেষ, বৃষ ও মিথুন রাশির ভাগ্য?
বছরের শেষের দিন কেমন যাবে ধনু, কুম্ভ  ও মীন রাশির ভাগ্য?
রাশিফল: বছরের শেষ দিন চরম সাফল্যর পথে এই ৩ রাশি- কোন ৩ রাশি?
রাশিফল: বছরের শেষ দিন মুহূর্তে ভাগ্য বদলাবে ৩ রাশির- কোন ৩ রাশি?

এবার তারাপীঠ মন্দিরের পুরোহিতের স্ত্রীকে গণধর্ষণ? হাসতে হাসতে ঢুকল অভিযুক্ত

কিভাবে ঘটল এই ঘটনা?

author-image
Anusmita Bhattacharya
New Update
dew

নিজস্ব সংবাদদাতা: তারাপীঠের মন্দিরের পুরোহিতের স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল এবার। ঘটনাটি বীরভূমের মল্লারপুর থানার দক্ষিণ গ্রাম পঞ্চায়েতে এলাকায় ঘটে বলে জানা গেছে। জানা যায় সেখানেই থাকতেন ওই নির্যাতিতার স্বামী অর্থাৎ সেই পুরোহিত। পুলিশ দাবি করে যে গত কয়েকদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা ছিল না। স্ত্রী বাপেরবাড়ি যান।

অভিযোগ, সেই সময়েই মহিলার স্বামীর বন্ধুরা তাঁকে বাড়িতে ডাকেন। মনোমালিন্য মিটিয়ে স্বামীর সঙ্গে কথা বলিয়ে দেওয়ার দাবিও করেন। সেই মতো যান মহিলা। এরপরেই তাঁকে গণধর্ষণ করার অভিযোগ করেছেন মহিলার স্বামী। এই নিয়ে তারাপীঠ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করছে তারাপীঠ থানার পুলিশ। ৩ জনকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে তুলেছে পুলিশ। এদিন আদালতে নিয়ে যাওয়ার সময়ে অভিযুক্তকে ক্যামেরায় হাসতে দেখা যায়। 

গণধর্ষণের সময় অভিযুক্তরা ভিডিও করে ব্ল্যাকমেলও করেন বলে অভিযোগ।