থমথমে সুতি ও সামসেরগঞ্জ— চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পোড়া বাইক-গাড়ি, দেখুন ছবি
প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ! পশ্চিম মেদিনীপুরে শূন্যপদ প্রায় ২৫০০
BREAKING : মাসির বাড়ি থেকে ফেরার পথে সুতিতে গুলিবিদ্ধ কিশোর!
হিমাংশু শেখর উপাধ্যায় কি বলেছেন?
মহারাষ্ট্রের মন্ত্রী ও মুম্বাই বিজেপির সভাপতি আশিস শেলার বড় বার্তা দিয়েছেন
‘অনর্থক যুদ্ধ’— চীনা যোদ্ধা রাশিয়ার পক্ষে? জেলেনস্কির বিস্ফোরক দাবি
পশ্চিমবঙ্গ সরকার এই নৈরাজ্য বন্ধ করতে অক্ষম বা অনিচ্ছুক- মমতার বিরুদ্ধে ফের বিস্ফরোক মন্তব্য
চৈত্রের ঝড়ে তছনছ বাংলা! কালবৈশাখীর দাপটে কাঁপছে দক্ষিণবঙ্গ, কমলা সতর্কতা জারি
চৈত্রের শেষে বসন্তের আমেজ, ১৭ ডিগ্রিতে নামবে তাপমাত্রা— বড় রিপোর্ট এলো আবহাওয়ার

মাদারিহাটে জয় অনিশ্চিত! ভয় পাচ্ছেন সুকান্ত

মাদারিহাটের বিভিন্ন জায়গায় জনসংযোগ করেন মন্ত্রী সুকান্ত মজুমদার।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
sukantakl1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ‘স্বচ্ছ নির্বাচন হলে তবেই জিতবো’, জেতা আসন নিয়ে শঙ্কিত রাজ্য বিজেপির সভাপতিও। রাজ্যের ৬ কেন্দ্রে উপনির্বাচন আগামী ১৩ ই নভেম্বর। তার আগে শেষ মুহূর্তে প্রচারে মাদারিহাটে এলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে এসে জয় নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তিনি। প্রশাসন সঠিক ভাবে নির্বাচন অনুষ্ঠিত করলে বিজেপি জিতবে বলে দাবি করেন তিনি। 

sukanta k2

জয় নিয়ে একপ্রকার সন্দেহ রেখে গেলেন সুকান্ত মজুমদার। বাগডোগরা বিমানবন্দরে নেমে তিনি রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করান। প্রশাসনের নিরাপত্তার উপর তাদের জয় এবং হার নির্ভর করছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। একই সঙ্গে উপনির্বাচন যোগ্যতার কোন মাপকাঠি হতে পারে না বলেও জানিয়েছেন তিনি। 

বসিরহাটে হাড়োয়া বিধানসভার উপনির্বাচনের প্রচারে গিয়ে বিজেপি নেত্রী রেখা পাত্রকে কুরুচিকর মন্তব্য করেছেন ফিরহাদ। এই প্রসঙ্গে সুকান্ত বলেন, “ওটাই তৃণমূলের সংস্কৃতি”।

এদিকে উত্তরের ভাঙ্গন ধরাতে পারেন জন বার্লা। শাসক দলীয় নেতৃত্বের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ এই প্রসঙ্গে সুকান্ত বলেন গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে। তিনি বিজেপিতেই আছেন। যদিও উপনির্বাচনের জন বার্লা প্রচারে না নামায় বিশেষ ক্ষতি হবে না বলেও জানিয়ে দিলেন সুকান্ত। তবে জন বার্লার ব্যাপারে রাজ্য স্তরের বিজেপি নেতারা ভেবে দেখবেন বলে জানিয়েছেন মন্ত্রী! 

gg

প্রসঙ্গত এ দিন শেষ মুহূর্তে প্রচারে মাদারিহাটের বিভিন্ন জায়গায় জনসংযোগ করেন মন্ত্রী সুকান্ত মজুমদার।