নিজস্ব প্রতিনিধি, মানবাজার: মা ও তার সন্তানের কথা মাথায় রেখে ব্লক চত্বরে "শিশু আলোয়" নামে বিশেষ কক্ষের উদ্বোধন করলো মানবাজার ২ নম্বর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতি।
মঙ্গলবার বেলা দেড়টা নাগাদ ফিতে কেটে এই কক্ষের শুভ উদ্বোধন করেন বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সোরেন, মানবাজার মহকুমা শাসক মানজার হোসেন আঞ্জুম ও মানবাজার ২ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শঙ্কু বিশ্বাস। এই বিষয়ে মানবাজার ২ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শঙ্কু বিশ্বাস বলেন, "ব্লকে বিভিন্ন কাজে অনেক মায়েরা তাদের ছোট ছোট সন্তানদের নিয়ে আসতেন। তাদের সেই সময়ে লালনপালন ও মনোরঞ্জনের জন্য তেমন কোনও ব্যবস্থা ব্লকে ছিল না। তাদের কথা মাথায় রেখে এই ধরনের বিশেষ কক্ষের উদ্বোধন করা হলো"। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো, মানবাজার ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বাসন্তী মাহাতোসহ পঞ্চায়েত সমিতির সদস্য ও ব্লকের অন্যান্য আধিকারিকেরা।