ভয়াবহ অগ্নিকান্ড, ঘটনাস্থলে দমকলের ১ টি ইঞ্জিন

ভয়াবহ অগ্নিকান্ড।

author-image
Adrita
New Update
n

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ খেলার মাঠে মজুত রাখা সরকারি জল প্রকল্পের পাইপে ভয়াবহ অগ্নিকান্ড। ঘটনাস্থলে দমকলের ১ টি ইঞ্জিন। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার চাঁইপাট এলাকার। জানা যায়, চাঁইপাট স্কুল মাঠে মজুত রাখা ছিল সরকারি পাইপ।বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য জল প্রকল্পে ব্যবহৃত সেই সরকারি জলের পাইপে আজ হঠাৎ আগুন লেগে যায়। ঘটনার খবর যায় ঘাটাল দমকল বিভাগে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় দমকলের ১ টি ইঞ্জিন, স্থানীয় মানুষজন ও দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আছে। তবে কিভাবে এই পাইপের গাদায় আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল বিভাগের আধিকারিকেরা। মনে করা হচ্ছে মাঠের এককোণে মজুত রাখা ছিল জল প্রকল্পের জন্য প্লাস্টিকের পাইপ। দুপুর নাগাদ তার পাশে থাকা আবর্জনায় কেউ বা কারা আগুন লাগিয়ে দিলে আগুনের ফুলকি পাইপের গাদায় পাইপের সংস্পর্শে চলে এলে তাতেও আগুন লেগে যায়। ঘটনায় ইতিমধ্যে বহু টাকার সরকারি পাইপ আগুনে পুড়ে নষ্ট হয়েছে বলে জানা গেছে।